প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২০ , ৬:৫৫:৪৯ প্রিন্ট সংস্করণ
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। “দূর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসাই উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ঝালকাঠিতে আলোচনা সভার মধ্য দিয়ে গত মঙ্গলবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার। অন্যদের মধ্যে দুর্যোগকালিন করণীয় বিষয় নিয়ে সহকারি পরিচালক এনএসআই আঃ কাদের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজি আক্তারসহ কৃষি, বিদ্যুৎ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা বক্তব্য রাখেন।