প্রতিনিধি ২৭ মে ২০২০ , ৮:০৪:২৭ প্রিন্ট সংস্করণ
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে প্রকৌশলীসহ নতুন ৫ জনের করোনা শনাক্ত। ঝালকাঠির রাজাপুর উপজেলা এলজিইডির প্রকৌশলীসহ নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন। আর এ নিয়ে জেলায় মোট ৪১ জন আক্রান্ত হল।
নুতন আক্রন্তের মধ্যে ঝালকাঠি সদরে ২ জন, নলছিটিতে ২ জন ও রাজাপুরে ১ জন রয়েছেন বলে নিশ্চিত করেন। আইইডিসিআরে পাঠানো নমুনায় তাদের পজেটিভ রিপোর্টে আসে বলে বুধবার সকালে ঝালকাঠি জেলা সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার জানান।
নতুন করে শনাক্ত ব্যক্তিসহ আশপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে বলে জানান তিনি। করোনা সনাক্তদের হোম আইসোলেশনে রাখা হয়েছে বলেও সিভিল সার্জন জানান। উল্লেখ্য, ঝালকাঠি জেলায় অঅক্রান্তদের মধ্যে ২ জন মারা যায় এবং ১২ জন সুস্থ হয়েছে বলে সিভিল সার্জন নিশ্চিত করেন।