বরিশাল

ঝালকাঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

  প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২০ , ৭:২৫:৪১ প্রিন্ট সংস্করণ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় নানা আয়োজনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা আ’লীগ এর আয়োজন করেন। আলোচনা সভা, দোয়া মিলাদ ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগসহ সভাপতি মো. আবুল বশার বাদশা, উপজেলা আ’লীগের সহ সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা মো. মহসীন নকিব। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. সিদ্দিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানমসহ উপজেলা আ’লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

আরও খবর

Sponsered content