বরিশাল

ঝালকাঠিতে সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২০ , ৭:৩৬:২৮ প্রিন্ট সংস্করণ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি শহরের সুগন্ধা বালিকা বিদ্যালয়ের জন্য নির্মানাধীন মার্কেট ভেঙ্গে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্কুল কমিটির বিদায়ী সভাপতি ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শারমীন মৌসুমী কেকা। বৃহস্পতিবার দুপুরে শহরের একটি চাইনিজ রেস্তরায় তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে কেকা অভিযোগ করেন, স্কুল কমিটি রেজুলেশনের মাধ্যমে বিদ্যালয়ের গরীব ছাত্রীদের বিনা বেতনে পড়ানোর জন্য স্কুলের সামনের জায়গায় মার্কেট করার সিদ্ধান্ত হয় এবং পৌরসভা থেকে এর প্লান পাশ করা হয়। কিন্তু সদ্য নিয়োগ পাওয়া বর্তমান স্কুল কমিটির সভাপতি ছানু গাজী ও প্রধান শিক্ষিকা রীতা রানী মন্ডল এটাকে অবৈধ স্থাপনা বলে পৌরসভায় অভিযোগ করেন। অথচ সব রেজুলেশনেই প্রধান শিক্ষিকা রীতা রানী মন্ডলের স্বাক্ষর রয়েছে। প্রধান শিক্ষিকাই মাটি কেটে এই মার্কেট নির্মান কাজের উদ্বোধন করেন। পৌরসভা এটিকে অনুমোদন দিলেও কাজ শুরু করার মাঝ পথে তারা আজ নির্মানাধীন মার্কেটটি ভেঙ্গে ফেলে। এছাড়া প্রধান শিক্ষিকার নির্দেশেই শহীদ মিনার স্থানাান্তর করা হচ্ছে বলে তিনি দাবি করেন। কেকা বলেন, শহীদ মনিার স্থানান্তরের বিষয় স্কুল মাঠের লাগানো সাইনবোর্ডেই লেখা আছে আদেশক্রমে প্রধান শিক্ষক। অথচ একজন সাংবাদিক তার টিভি চ্যানেলে সেই সাইবোর্ডের ছবি না দেখিয়ে শহীদ মিনার স্থানান্তরের বিষয় আমাকে দায়ি করে সংবাদ প্রচার করেছে। কেকা আরো বলেন, প্রধান শিক্ষিকা নিজেও এই মার্কেটে একটি ষ্টল বরাদ্দ নিয়েছিলেন। এছাড়া স্কুলের দ্বিতীয় তালায় যে ল্যাব হবার কথা ছিলো, সেখানেও মালিকানা শেয়ার হতে চেয়েছিলেন। কিন্তু সভাপতি পরিবর্তন হবার সাথে সাথে তিনি তার চেহারা পাল্টে ফেলেন এবং নির্মানাধীন মার্কেটকে অবৈধ স্থাপনা বলে সব জায়গায় অভিযোগ করেন।

আরও খবর

Sponsered content