প্রতিনিধি ৩১ মে ২০২০ , ৮:২৭:৩৫ প্রিন্ট সংস্করণ
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বিশখালি নদীতে আম্পানে বিধ্বস্ত বাঁধ সম্প্রতি স্বেচ্ছাশ্রমে মেরামত করেছে এলাকাবাসী। তবে অস্থায়ী এ বাঁধ ব্লক ডাম্পিং করে স্থায়ী সমাধানের দাবিতে গতকাল মানববন্ধন করেছে এলাকাবাসী।
কাঁঠালিয়া উপজেলায় বিশখালি নদীপারের চারটি ইউনিয়নের ২৫টি গ্রাম প্রতিবছর বর্ষা মৌসুমসহ প্রাকৃতিক দুর্যোগে নদীর পানিতে প্লাবিত হয়। সিডরের পর অস্থায়ী ভিত্তিতে মাটি দিয়ে এখানে ১০ কিলোমিটার বাঁধ তৈরি করা হয়েছিল। কিন্তু আম্পানে তা ভেঙে যায়। প্লাবিত হয় ২৫ গ্রামের ঘরবাড়ি। তলিয়ে যায় ফসলের ক্ষেত। বিশখালি নদীর তীব স্রোতে ৫০ বছর ধরে নদীগর্ভে বিলীন হয়েছে কয়েক হাজার একর জমি।
এলাকাবাসীর দাবি নদীপারের এই ৪ ইউনিয়নের ২৯ কিলোমিটার বেড়িবাঁধ নির্মিত হলেই নদীভাঙন ও প্লাবনের হাত থেকে স্থায়ীভাবে দুর্ভোগ লাঘব হবে