প্রতিনিধি ৯ মে ২০২০ , ৭:৪০:০৮ প্রিন্ট সংস্করণ
শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ভ্রাম্যমান আদালতে ৬ কাচা মাল ব্যবসায়ীকে ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে । জানা গেছে কাচা বাজার করোনা মোকাবিলায় সামাজিক দুরুত্ব বজায় রাখার জন্যে ঝিনাইগাতী মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানান্তর করেন করোনার যোদ্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ ।
ওই মাঠে উপজেলা সহকারী কমিশনার ভ’মি(এসিল্যান্ড) রাসেদুল হাসান সামাাজিক নিরাপত্তা বজায় রেখে প্রত্যেক দোকানদারকে জায়গা নির্ধারণ করে দেন । এ আদেশ অমান্য করে সাবেক জায়গায় ব্যবসা ও জনগণ চলাফেরার বিঘœ ঘটায় আজ বেলা ১২ টার সময় উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদলত পরিচালনা করেন ।
এ সময় কাচামাল ব্যবসায়ী ১। জসিম উদ্দিন,২। ইসমাইল ৩। হাসমত ৪ । কাশেম আলী ৫। জরিফ উদ্দিনকে ১০ হাজার ও তাইজ উদ্দিনকে ১ হাজার করে মোট ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় । আরেক করোনা যোদ্ধা এসিল্যান্ড রাসেদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন ।
ইউএনও রুবেল মাহমুদ বলেন তাদেরকে বার বার বলার পরও আদেশ অমান্য করে ব্যবসা পরিচালনা করার ফলে তাদেরকে অর্থদন্ড দেয়া হয়েছে । এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ।