খুলনা

ঝিনাইদহে অবৈধ ট্রাক পার্কিং এ প্রাণ গেলো যুবকের

  প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২০ , ৬:৫৭:৪৫ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহে অবৈধ ট্রাক পার্কিং এ  প্রাণ গেলো যুবকের

ঝিনাইদহ প্রতিনিধি : মহাসড়কের উপর অবৈধ ট্রাক পার্কিং এ প্রাণ গেলো ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামের উজির মন্ডলের ছেলে নাজির হোসেনের(২২)। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ ঘটিকার সময়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাজির হোসেন সহ তার গ্রামের চার জন ইজি ভ্যানে করে ঝিনাইদহ থেকে বারো বাজারে অনুষ্ঠিত মেলা দেখার উদ্দেশ্যে যাচ্ছিলো, বারো বাজারে ঢোকার সময় মহাসড়কে উপর অবৈধ ভাবে একটি ট্রাক পার্কিং করা ছিলো ইজিভ্যান ট্রাকটি ওভারটেক করার সময় সামনে থেকে আরেকটি ট্রাক চলে আসে তখন ভ্যান চালক তড়িঘড়ি করে বায়ে কাটিয়ে দূর্ঘটনা এড়ানোর চেষ্টা করেন কিন্তু বায়ে কাটিয়ে যাবার সময় পার্কিংকৃত ট্রাকের বডিতে মাথায় প্রচন্ড আঘাত পান ভ্যানের পেছনে বসা নাজির হোসেন, ভ্যানের আর সকল যাত্রী অক্ষত আছেন। নাজিরকে ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আরও খবর

Sponsered content