প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২০ , ৭:৪৩:৩৫ প্রিন্ট সংস্করণ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে বৃহস্পতিবার সকাল ১১টায় গাজীপুর মহানগর ছাত্রলীগের উদ্যোগে “রাজনীতির রাজপথ, জ্ঞান চর্চায় সমৃদ্ধ ভবিষ্যৎ”- এই ¯েøাগান ধারণ করে জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ নাগরিক গড়ে তোলার প্রয়াসে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করা হয়। টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, রাজনৈতিক ব্যাক্তি ও বিভিন্ন মনীষিদের লেখা বই দিয়ে সজ্জিত বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন টঙ্গী প্রেসক্লাবে সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মো: ওয়াজ উদ্দিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বঙ্গবন্ধু পাঠচক্রের সভাপতি রাজিব হায়দার সাদিমের ভাবনা ও উদ্যোগে এইআয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: রাকিব হাসান জসিম, টঙ্গী সরকারী কলেজ শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: জামিল রায়হান, টঙ্গী সরকারী কলেজ শাখার ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: ফিরোজ সরদার, টঙ্গী সরকারী কলেজ শাখার ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো: আমিনুল রহমান, টঙ্গী সরকারী কলেজ শাখার ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক মো: সুজন মাহমুদ, টঙ্গী সরকারী কলেজ শাখার ছাত্রলীগের সাবেক গণশিক্ষা সম্পাদক মো: নাজমুল হাসান সাকিব, গাজীপুর মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ডের সভাপতি সাজ্জাদ খান জয়, সাধারণ সম্পাদক ইকবাল পাঠান খান প্রমুখ। উদ্বোধক টঙ্গী প্রেসক্লাবে সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মো: ওয়াজ উদ্দিন মিয়া বলেন, পেশীশক্তি দিয়ে বেশী দূর এগুনো যায় না। মেধার চর্চায়, তথ্য নির্ভর জ্ঞান অর্জনের মধ্য দিয়ে আগামী দিনে দেশের জন্য ছাত্র রাজনীতিতে প্রস্তুত হতে হবে।