প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২০ , ৭:৪৬:১১ প্রিন্ট সংস্করণ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন বিপিএম বার, পিপিএম বার-এর পদোন্নতী হয়ে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে যোগদান করায় ঐতিহ্যবাহী টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে টঙ্গী প্রেসক্লাব। টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন বিপিএম বার, পিপিএম বার। সদ্য বিদায়ী পুলিশ কমিশনার মো: আনোয়ার হোসেন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, গাজীপুর মেট্রোপলিটনে দায়িত্ব নেয়ার পর সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে চেষ্টা করেছি। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও যানজটমুক্ত করার জন্য, দায়িত্ব পালনের প্রথম দিন থেকেই আমি এবং আমার সহকর্মীদের সাথে নিয়ে সাধারণ জনগণের ডাকে সারা দিয়ে দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করেছি। টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ইলতুৎ মিশ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহদাত হোসেন, টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানার ওসি তদন্ত দেলোয়ার হোসেন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাবেক সাধারণ সম্পাদক মো: হেদায়েত উল্লাহ, কোষাধ্যক্ষ হাসান মামুন, সহ-সাধারণ সম্পাদক রেজাউল কবির রাজীব, শেখ মো: শহীদুল্লাহ, শাহাজাহান শোভন,মোঃ নজরুল ইসলাম, আব্দুস সবুর খান, জাহাঙ্গীর আকন্দ, শেখ রাজীব হাসান, আল-আমিন হোসেন, বশির আলম মাল, মাহাবুব জিলানী, আসিবুল ইসলাম দুর্জয়, টিটন কুমার ঘোষ, আনু হাসানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।