খেলাধুলা

টস হেরে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ

  প্রতিনিধি ৩০ জুলাই ২০২২ , ৫:০৯:০৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

অধিনায়কত্ব ক্যারিয়ারের প্রথম ম্যাচে টসে হেরে গেলেন নুরুল হাসান সোহান। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতেছে স্বাগতিক জিম্বাবুয়ে। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা।

সোহানের অধীনে নতুন চেহারার বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচে টস হেরে আগে ফিল্ডিং করতে নামবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচের একাদশ থেকে পরিবর্তন আনা হয়েছে তিনটি।

জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ সাত টি-টোয়েন্টি ম্যাচের ছয়টিতেই জিতেছে বাংলাদেশ। তবে সবমিলিয়ে নিজেদের শেষ ১৩ টি-টোয়েন্টি ম্যাচে টাইগারদের জয় মাত্র একটিতে। এই অবস্থা থেকে উত্তরণের মিশনেই নামছে বাংলাদেশ।

আরও খবর

Sponsered content