প্রতিনিধি ১ নভেম্বর ২০২০ , ১১:৫৪:১৪ প্রিন্ট সংস্করণ
শুক্রবার বিকেলে ১১ জনের নাম উল্লেখ করে বাসাইল থানায় মামলা করেন নিহতের ছেলে হাবিব খান। এদিন সন্ধ্যায় লিটন ও উজ্জ্বল নামে মামলার এজহারভুক্ত ২ আসামিকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে, গত বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খার পরিবারের সঙ্গে পুকুরের মাছ নিয়ে কথা কাটাকাটি হয় প্রতিবেশী আবু খাঁর পরিবারের। বিষয়টি মীমাংসায় শুক্রবার বিকেলে শালিস বসে। এ সময় ফের বাকবিতণ্ডার এক পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খাঁ-কে পিটিয়ে ও গলাটিপে ধরে প্রতিপক্ষের লোকজন। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।
দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনার অভিযুক্ত বেশ কয়েকজন পলাতক রয়েছেন।