বাংলাদেশ

টানা ১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৪ , ৫:০৫:২১ প্রিন্ট সংস্করণ

টানা ১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টানা ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ৬ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত টানা ১০ দিন কর্মসূচি পালন করবে দলটি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষের জন্য ৭ নভেম্বর গুরুত্বপূর্ণ দিন। বর্তমান প্রজন্মকে এদিনের ইতিহাস থেকে দূরে সরে রাখা হয়েছিল। তাই ব্যাপকভাবে এই দিনের ইতিহাস ও গুরুত্ব ছড়িয়ে দিতে বিএনপি ১০ দিনের কর্মসূচি হাতে নিয়েছে।

মির্জা ফখরুল বলেন, জনদুর্ভোগের কথা চিন্তা করে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালি ৮ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে।

ঘোষিত কর্মসূচির মধ্যে ৭ নভেম্বর সকাল ৬টায় সারাদেশে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, বিকেলে শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে দলটি।

৬ নভেম্বর আলোচনা সভা, ৮ নভেম্বর রাজধানীতে র‌্যালি অনুষ্ঠিত হবে। এদিন জেলা ও বিভাগীয় পর্যায়ে র‌্যালি হবে। এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠন নিজেদের মত আলাদা করে কর্মসূচি করবেন। কেন্দ্রের সঙ্গে আলোচনা করে জেলা পর্যায়ে কর্মসূচি পালন করতে পারবে।

আরও খবর

Sponsered content