আবহাওয়া

টানা ৫ দিন বজ্রবৃষ্টির সম্ভাবনা জানাল আবহাওয়া অফিস

  প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৫ , ৪:২৪:২০ প্রিন্ট সংস্করণ

মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এর ফলে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৮ অক্টোবর) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত।

অক্টোবর (বুধবার): রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

অক্টোবর (বৃহস্পতিবার): ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং রাজশাহী ও রংপুরের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একইভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

১০ অক্টোবর (শুক্রবার): পূর্বের দিনের মতোই দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

১১ অক্টোবর (শনিবার): ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা আছে।

১২ অক্টোবর (রোববার): খুলনা বিভাগের কিছু এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া আংশিক মেঘলা ও মূলত শুষ্ক থাকবে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমতে পারে এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিতে পারে।

আরও খবর

Sponsered content