চট্টগ্রাম

টেকনিক্যাল মোড়ে যুবকের ক্ষতবিক্ষত লাশ

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৪ , ৭:১৮:৪৯ প্রিন্ট সংস্করণ

টেকনিক্যাল মোড়ে যুবকের ক্ষতবিক্ষত লাশ

চট্টগ্রামের খুলশী থানার টেকনিক্যাল মোড় থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, ওই যুবক আত্মহত্যা করেছেন। রবিবার (১ সেপ্টেম্বর) ভোরে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম। তার নাম সাদমান সামিদুর রহমান। তিনি ষোলশহর আল মাদানি সড়কের ওবায়দুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে টেকনিক্যাল মোড় এলাকায় ওই যুবকের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন তারা। এ সময় তার পকেটে সেন্টমার্টিন পরিবহন লিমিটেডের একটি টিকিট পাওয়া যায়। তিনি শনিবার চট্টগ্রাম থেকে ঢাকাগামী বাসের টিকিট কেটেছিলেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবিরুল ইসলাম বলেন, ‘ভোরে টেকনিক্যাল মোড়ে এ দুর্ঘটনার ভিডিও ফুটেজ পেয়েছি। এতে দেখা গেছে, একটি কাভার্ড ভ্যানের সামনে ওই ব্যক্তি লাফ দেয়। কাভার্ড ভ্যানটি তাকে টেনে কিছু দূরে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে।’

আরও খবর

Sponsered content