প্রতিনিধি ৩ নভেম্বর ২০২০ , ৪:৫০:০৬ প্রিন্ট সংস্করণ
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মহিলা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অফিসার্স ক্লাবে পৌরসভার অসহায় দারিদ্র দুগ্ধদায়ী কর্মজীবি মায়েদের নিয়ে হেলথ ক্যাম্প অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম। স্বাগত বক্তব্য রাখের মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মেদ সরকার, ডা. নাজমুন নেহার তাজরিন প্রমুখ।