রংপুর

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক কারবারি আটক

  প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২০ , ৩:১২:৪৬ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে ৪৫ পিস ইয়াবাসহ সোহেল রানা (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার রাত সোয়া ১১ টার দিকে শহরের তাঁতীপাড়া এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের নারগুন শাখা অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি মো. রফিকুল ইসলাম।

মাদক কারবারি সোহেল রানা ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের অন্তর্গত পূর্ব পারপূগী গ্রামের মৃত আ. গফুরের ছেলে। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে ঠাকুরগাঁও পৌরসভাধীন তাঁতীপাড়া এলাকায় মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামীম এর নেতৃত্বে গঠিত একটি চৌকষ টিম। এসময় ইয়াবা বিক্রিরত অবস্থায় সোহেল রানা নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে উপস্থিত জনগণের সামনে তার দেহ তল্লাশি করলে তার পরনের জিন্সের প্যান্টের পকেট থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও খবর

Sponsered content