প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২০ , ৪:৫৪:৫৬ প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে জেলা জাতীয় পার্টির যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়। শনিবার পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা জাতীয় পার্টির সভাপতি ও ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজউদ্দীন আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান, মেজর (অব:) রানা মোহাম্মদ সোহেল এমপি, নূরুল ইসলাম তালুকদার এমপি, আহসান আদেলুর রহমান এমপি, জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নূরুন নাহার বেগম, সাধারণ সম্পাদক নাজমা আখতার এমপি, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রাজিউর রেজা স্বপন চৌধুরী ।