প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২০ , ৭:২৪:৪০ প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে কাজ করে চলেছেন সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম। শনিবারও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে ঢাকা বা দেশের অন্যান্য স্থান থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে অভিযান চালান তিনি। এরই ধারাবাহিকতায় সদর উপজেলার বালিয়ায় ঢাকা ফেরত এক পরিবারকে হোম কোয়ারান্টাইন নিশ্চিত করতে তাদের বাড়িতে অভিযান চালান সদর থানার ওসি। ওই ইউনিয়নের জাঠিভাঙ্গা গ্রামে সম্প্রতি ঢাকার নারায়নগঞ্জ ফেরত সদস্যদের বাড়িতে তিনি তাদের বাড়িতে থাকার জন্য নির্দেশনা প্রদান করেন।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, যে কোন এলাকায় খোজ পেলে সেখানে তাৎক্ষনিক গিয়ে তাদের হোম কোয়েরেন্টাইন নিশ্চিত করা হচ্ছে। এবং তারা যাতে করে বাড়ির বাহিরে না যায় এ বিষয়ে তাদের নির্দেশনা প্রদান করা হচ্ছে।