প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২০ , ৪:৪৯:২২ প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি : মাওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মওলানা আবদুল হামিদ খান ভাসানী স্মৃতি পাঠাগার ও ইএসডিও’র যৌথ উদ্যোগে ঠাকুরগাঁওয়ে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাতে কলেজ পাড়াস্থ মওলানা আবদুল হামিদ খান ভাসানী স্মৃতি পাঠাগার মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা আনিসুল হক চৌধুরী, ভাসানী স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক শামীম হোসেন, প্রভাষক ড. গোলাম সারোয়ার সম্রাট, সাবেক ক্রীড়া অফিসার আবু মহীউদ্দীন, অ্যাড. জাহিদ ইকবাল, খলিলুর রহমান, ইএসডিও’র এপিসি অর্থ রফিকুল ইসলাম প্রমুখ।