প্রতিনিধি ৭ নভেম্বর ২০২০ , ৪:২৬:২৪ প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে ভূমি অফিসের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে আদিবাসীদের ভূমি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। শনিবার সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের আয়োজনে, ইএসডিও’র বাস্তবায়নে ও হেকস্ ইপারের সহযোগিতায় সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ, সদর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মামুন অর রশিদ, আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, প্রেমদীপ প্রকল্পের ফোকাল পার্সন শামীম হোসেন, প্রকল্প সমন্বয়কারী কাজী মো: সেরাজুস সালেকীন প্রমুখ।