রংপুর

ঠাকুরগাঁও চিনিকল শ্রমিকদের বিক্ষোভ ও সমাবেশ

  প্রতিনিধি ২১ নভেম্বর ২০২০ , ৫:৪৯:০০ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের একমাত্র ভারি শিল্প কারখানা সুগারমিল রক্ষা, ৪ মাসের বকেয়া বেতন পরিশোধ সহ ৪ দফা দাবিতে ঠাকুরগাঁও চিনিকলের সামনে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার ঠাকুরগাঁও সুগারমিল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও আখ চাষি ফেডারেশনের যৌথ উদ্যোগে ৪ মাসের বেতন মজুরি কমিশনের এরিয়ার বিল প্রদানের দাবিতে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

বাংলাদেশ আখচাষী ফেডারেশনের প্রধান উপদেষ্টা রুহুল আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ আখচাষি ফেডারেশনের সহ-সভাপতি ইউনুস আলী, ঠাকুরগাঁও চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. উজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ এনায়েত আলী উলুব্বী, সহ-সম্পাদক ওবায়দুর রহমান প্রমুখ।

আরও খবর

Sponsered content