প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৪ , ৬:৪৫:২৪ প্রিন্ট সংস্করণ
বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বাঁশখালীর জেলে মো. আব্দুর রহিম (৩২) মারা গেছেন। সেখানে অতিরিক্ত বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হলে একপর্যায়ে মঙ্গলবার সকাল ৬টার দিকে মারা যান বলে জানা যায়।
এ ঘটনায় মারা যাওয়া মো. আব্দুর রহিম বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর মজু বাপের বাড়ির ১ নম্বর ওয়ার্ডের জাফর আহমদের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘মো. আব্দুর রহিম গত ৪দিন আগে আল্লাহর দান নামক মাছ ধরার ফিশিং বোটে করে স্থানীয় ফরিদ মাঝির সাথে অন্যান্য জেলেসহ বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যায়। হঠাৎ করে সেখানে তার অতিরিক্ত ডায়রিয়া হলে সকালে বোটেই মারা যান তিনি। একই বোটে তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসেন তার সঙ্গিরা। আজ বিকেল সাড়ে ৫টার সময় তার এলাকায় স্থানীয় জামে মসজিদ মাঠে জানাযার নামায সম্পন্ন হয়।
এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ওসি তদন্ত শুধাংশু শেখর হালদার জানান, ‘এ বিষয়ে তার কিছু জানা নেই।’