বাংলাদেশ

ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থার আরও উন্নতি

  প্রতিনিধি ২২ জুন ২০২০ , ৯:২৬:৪৭ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্কঃ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তবে তিনি এখনও পুরোপুরি সুস্থ হননি। তবে তার কণ্ঠস্বর এখনও কিছুটা সমস্যা রয়েছে।

সোমবার (২২ জুন) সন্ধ্যায় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ও কিট প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিবুল্লাহ খন্দকার এ তথ্য নিশ্চিত করেন।

ডা. মুহিবুল্লাহ খন্দকার বলেন, আল্লাহর রহমতে ডা. জাফরুল্লাহ চৌধুরী এখন অনেক ভালো আছেন। আগের থেকে তার শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। তবে তার কণ্ঠস্বর এখনও পুরোপুরি ঠিক হয়নি, কণ্ঠস্বর কিছুটা বসা (ভাঙা) রয়েছে। তাই চিকিৎসকের পরামর্শে তিনি এখন ভয়েস রেষ্ট নিচ্ছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৯ মে থেকে জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি এখন করোনামুক্ত।

গণস্বাস্থ্য কেন্দ্র থেকে জানানো হয়, জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক মামুন মোস্তাফী ও অধ্যাপক নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

আরও খবর

Sponsered content