দেশজুড়ে

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে শাবি শিক্ষার্থীদের মানববন্ধন

  প্রতিনিধি ২৩ জুন ২০২০ , ৪:৫২:১২ প্রিন্ট সংস্করণ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে শাবি শিক্ষার্থীদের মানববন্ধন

সিলেট ব্যুরো : ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও এই আইনে গ্রেপ্তারকৃতদের মুক্তি এবং শিক্ষার্থী মাহিরের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও পরবর্তীতে রেজিস্ট্রার ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়াকের আয়োজনে দেশব্যাপী কর্মসূচির আওতায় এ কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

দুপুর ১২ টার কর্মসূচিতে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে তাদের দাবি তুলে ধরেন। প্ল্যাকার্ডে লেখা ছিলো, ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল কর, সকল গ্রেপ্তারকৃতদের মুক্তি দাও, বাক স্বাধীনতা ফিরিয়ে দাও।’

এদিকে দুপুর সাড়ে ১২ টায় শাবিপ্রবির রেজিস্ট্রার ভবনের সামনে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মাহির চৌধুরীর বিরুদ্ধে প্রশাসনের করা ভিত্তিহীন ও প্রহসন’র মামলা প্রত্যাহারের দাবিতে আলাদাভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

আরও খবর

Sponsered content