বিনোদন

ডিভোর্স নিয়ে মুখ খুললেন অনুপম রায়

  প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২১ , ৫:৩৮:৪৬ প্রিন্ট সংস্করণ

সংগীতশিল্পী অনুপম রায় ও পিয়া চক্রবর্তী

ভোরের দর্পণ ডেস্ক:

ছয় বছরের সংসার জীবনের ইতি টেনেছেন ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। গত ১১ নভেম্বর স্ত্রী পিয়া চক্রবর্তীসহ একটি যৌথ বিবৃতিতে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তিনি। দু’জনের সম্মতিতেই দাম্পত্যের সুতো কেটেছেন তারা। আগামীর দিনগুলো কেবল বন্ধু হয়েই থাকতে চান বলে জানিয়েছেন।

তবে ডিভোর্সের ঘোষণার পর এবার সরাসরি মুখ খুলেছেন অনুপম। কলকাতার একটি গণমাধ্যমে তিনি বলেছেন, ‘যা হয়েছে, তা আমার জীবনের বড় ক্ষতি। মানুষের ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে যেতে পারে। কিন্তু এখন আমি দুঃখের সংকীর্ণ লেন্স দিয়ে দেখছি। আমার জীবনে যা ঘটেছে, তা দিয়ে একটা বড় জিনিসকে বিচার করা যায় না।’

বিচ্ছেদ দিয়ে সম্পর্কের বিচার করতে রাজি নন অনুপম। তার ভাষ্য, ‘আমার তো অনেক ভালো দিনও গিয়েছে। আমি ভালোবেসেছি, ভালোবাসা পেয়েছি। অনেক স্মৃতি আছে, যেগুলো ভীষণ কাছের। তাহলে কি সেগুলোর কোনও দাম নেই? সেগুলোর দাম আছে।’

১১ নভেম্বর স্ত্রী পিয়া চক্রবর্তীসহ একটি যৌথ বিবৃতিতে বিবাহবিচ্ছেদের ঘোষণা

এটি অনুপম রায়ের দ্বিতীয় সংসার ছিল। তাই ভাঙনে একটু বেশিই কষ্ট পাচ্ছেন তিনি। এরপরও ভালোবাসার প্রতি বিশ্বাস হারাতে চান না এ গায়ক। তিনি বলেন, ‘আমার খারাপ সময় চলছে। একটা বিশ্রী জায়গায় দাঁড়িয়ে আছি। তাই বলে পুরনো সময় মিথ্যা হয়ে যায়নি। একটা দীর্ঘ সম্পর্কে থাকলে সেই মানুষের প্রভাব জীবনে থাকে। তাই আমি ভালোবাসার প্রতি আস্থা হারাতে চাই না।’

উল্লেখ্য, একই কলেজে পড়ার সুবাদে পিয়ার সঙ্গে অনুপমের পরিচয় হয়। এরপর বন্ধুত্ব ও প্রেম। অনুপমের বিভিন্ন গানে রূপকভাবে উঠে এসেছে পিয়ার কথা, পিয়ার সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথা। সেই গাঢ় সম্পর্কটি ভেঙেই গেল।

গুঞ্জন রয়েছে, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে পিয়ার সম্পর্কে রয়েছে। সেই পরকীয়ার জেরেই নাকি অনুপমের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। যদিও এ বিষয়ে কেউই কিছু বলেননি।