রংপুর

ডোমারে ইয়াবাসহ গ্রেফতার ১

  প্রতিনিধি ২১ নভেম্বর ২০২০ , ৪:২৫:৪০ প্রিন্ট সংস্করণ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলায় ৯৫ পিস ইয়াবাসহ নুরুল আলম এলাইচ লিটু(৪০) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার মাদ্রাসা মোড় রব্বুর সারের গোডাউনের সামনে হতে তাকে ডোমার থানা পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। শনিবার দুপুরে তাকে অঅদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। লিটু কক্সবাজার জেলা সদরের উত্তর লরাবাগ শিকদার পাড়ার মৃত মনির আহমেদের ছেলে। সে কিছুদিন ধরে উপজেলার চিকনমাটি ময়দানপাড়া এলাকায় বসবাস করছেন। ডোমার থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে এসআই রিমেলের নেতৃত্বে এএসআই গোলাম মোস্তফা, লিটন হোসেন সঙ্গীয় ফোর্সসহ ওই স্থানে অভিযান চালিয়ে লিটুকে আটক করে। ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ইয়াবাসহ কারবারীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content