রাজধানী

ঢাকায় মুষলধারে বৃষ্টি, দুর্ভোগে কর্মজীবী মানুষ

  প্রতিনিধি ১ জুন ২০২১ , ৪:০১:১২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ঢাকায় আজ মুষলধারে বৃষ্টি হয়েছে। ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত টানা বৃষ্টি ও মাঝেমধ্যে বজ্রপাতও হয়েছে। এখনো হালকা বৃষ্টি পড়ছে। আকাশ মেঘে ঢাকা রয়েছে। মৌসুমী বায়ু না আসলেও এমন বৃষ্টিতে মনে হতেই পারে ঢাকায় ঘোর বর্ষা নেমেছে।

 

মঙ্গলবার ঢাকায় সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টিতে রাস্তাঘাটে, অলিগলিতে পানি জমে গেছে। তলিয়ে গেছে রাজধানীর অনেক রাস্তা। ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। অনেক রাস্তায় পানির পরিমাণ এতটাই বেড়েছে যে গাড়ি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। ফলে কর্মজীবী মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।

ভোর ৬টার আগের ২৪ ঘণ্টার ঢাকায় ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আকাশ মেঘলা থাকতে পারে। বৃষ্টি বা বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণ/দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া আকারেও বয়ে যেতে পারে। ঢাকার বাতসে আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ।

আরও খবর

Sponsered content