প্রতিনিধি ১৮ জুন ২০২৫ , ৭:৩৮:৫৮ প্রিন্ট সংস্করণ
ঢাকা জেলা ওলামা দলের আহ্বায়ক কমিটি পূর্নাঙ্গ করার লক্ষ্যে সাভার পৌরসভা ওলামা দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ই জুন) সাভার পৌরসভার ৩ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলমের বাসভবনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী মো. খোরশেদ আলম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম মাসুদ রানা।
খোরশেদ আলম বলেন, আমি বিএনপি’র দূর দিনে ছিলাম। কিন্তু আমি পালিয়ে যাইনি। সাভারের মানুষদেরকে আমি বলতে চাই, আমার কারণে আপনারা কখনো লজ্জা পাবেন কখন। আমি আশাকরি, সাভারের মানুষ বুঝতে পারছে। কারে দিয়ে সাভার চালাতে পারবে বলে জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন -ঢাকা জেলা ওলামা দলের মো. মাইন উদ্দিন মুন্নার সভাপতিত্বে ও সাভার পৌরসভা ছাত্রদলের মোহ তাজ খান নাইম এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইউনুস খান, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশাররফ হোসেন মোল্লা, পৌর বিএনপির রাশেদুজ্জামান বাচ্চু সহ বিএনপির পৌর ও বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ।