প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২১ , ৫:৩৭:১৯ প্রিন্ট সংস্করণ
বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
বিজয়নগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় আলোচনা সভা ও কেক টাকার মাধ্যমে বিজয়নগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর আহবায়ক এস এম কামরুল হাসান শান্তের সভাপতিত্বে ও মোস্তফা কামাল সোহেল এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার বিজয়নগর উপজেলা প্রতিদিন মোহাম্মদ হাবিব।
এসময় উপস্থিত ছিল দৈনিক ঢাকা প্রতিদিন এর জেলা প্রতিনিধি আব্দুল রহমান বুলবুল, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর যুগ্ম আহবায়ক মোহাম্মদ মহসিন আলী, এস এম টিপু চৌধুরী, আহবায়ক সদস্য কাজী আল আমিন, দৈনিক ভোরের দর্পণ এর প্রতিনিধি আলমগীর হোসেন ও মোঃ ওয়াসিম মিয়া প্রমুখ।