রাজধানী

ঢাকা মহানগরে ১৩টি কোম্পানির ১৯৬ বাস চলে সিএনজিতে

  প্রতিনিধি ১০ নভেম্বর ২০২১ , ৪:২৭:২০ প্রিন্ট সংস্করণ

ঢাকা মেট্রো এলাকায় চলাচলকারী ১২০টি পরিবহন কোম্পানির মধ্যে ১৩টি কোম্পানির ১৯৬টি বাস রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস বা সিএনজিতে চলাচল করে। 

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বুধবার (১০ নভেম্বর) সকালে সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এ সময় যেসব কোম্পানির যত সংখ্যক বাস সিএনজিতে চলাচল করে তার তালিকাও তুলে ধরে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেট তুরাগ ট্রান্সপাের্ট লিমিটেডের ৪০টি বাস, অনাবিল সুপার লিমিটেডের ৫টি বাস, প্রভাতী-বনশ্রী পরিবহন লিমিটেডের ১২টি বাস, শ্রাবণ ট্রান্সপাের্ট লিমিটেডের ৩০টি বাস, আসিয়ান ট্রান্সপাের্ট লিমিটেডের ২০টি বাস, মেঘালয় ট্রান্সপাের্ট লিমিটেডের ৫টি বাস, হিমালয় ট্রান্সপাের্ট লিমিটেডের ১৪টি বাস, ভিআইপি অটোমােবাইলস লিমিটেডের ২টি বাস, মেঘলা ট্রান্সপাের্ট লিমিটেডের ২৭টি বাস, শিকড় পরিবহন লিমিটেডের ৮টি বাস, বিকল্প অটো সার্ভিস লিমিটেডের ১টি বাস, গাবতলী লিংক মিনিবাস সার্ভিসের ১১টি বাস এবং ৬ নং মতিঝিল বনানী কোচ লিমিটেডের ২১টি বাস সিএনজিতে চলাচল করে।

কার্যকর হওয়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সিএনজিচালিত বাস ও মিনিবাসে নতুন ভাড়া কার্যকর হবে না।

আরও খবর

Sponsered content