বরিশাল

তজুমদ্দিনে শিক্ষককে অজ্ঞান করে লক্ষাধিক টাকা লুটের অভিযোগ

  প্রতিনিধি ২৪ জুলাই ২০২০ , ৬:৫৭:০২ প্রিন্ট সংস্করণ

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে শিক্ষক মফিজুল ইসলামের ঘরে ঢুকে জোর করে পানীয় পান করিয়ে লক্ষাধিক টাকা লুট করার অভিযোগ উঠেছে তারই প্রতিবেশী সেলিম শেখ এর ছেলে বখাটে লিটন শেখ এর বিরুদ্ধে। ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মফিজুল ইসলামের স্ত্রীকে নিয়ে তার ছেলে ঢাকায় ডাক্তার দেখাতে গেলে ঘরে একাকী অবস্থান করেন তিনি। সুযোগ পেয়ে প্রতিবেশী লিটন শেখ গত ১৮ জুলাই রাতের বেলায় জোর করে ঘরে ঢুকে চেতনা নাশক খাইয়ে অজ্ঞান করে আলমারি ভেঙে লক্ষাধিক টাকা লুট করে। সারারাত ধরে শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতন চালায় নেশাগ্রস্ত লিটন শেখ। পরের দিন দুপুরে এলাকার লোকজন মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখা গেছে। এদিকে ঘটনার পরপরই পালিয়ে গেছে সেলিম শেখ ও তার ছেলে লিটন শেখ। হাসপাতাল থেকে ফিরে তজুমদ্দিন থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শিক্ষক মফিজুল ইসলাম। এদিকে এহেন নিকৃষ্ট সমাজবিরোধী কর্মকান্ডে তীব্র নিন্দা ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে তজুমদ্দিন প্রাথমিক শিক্ষক সমিতি। বিষয়টি সম্পর্কে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জিয়াউল হক জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।