খেলাধুলা

তামিমের সর্বশেষ অবস্থা জানালেন চিকিৎসকরা

  প্রতিনিধি ২৫ মার্চ ২০২৫ , ৩:১৯:৪৫ প্রিন্ট সংস্করণ

তামিমের সর্বশেষ অবস্থা জানালেন চিকিৎসকরা
ফাইল ছবি

হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল হাসপাতালে ভর্তি হওয়া বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সার্বিক অবস্থা ‘আশাব্যঞ্জক’। তবে এই মুহূর্তে তাকে অন্য কোথাও ‘মুভ করা খুবই রিস্কি’ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গাজীপুরের কেপিজে স্পেশালাইডজ হাসপাতালে আছেন তামিম। আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে চিকিৎসকরা জানালেন, ‘ক্রিটিক্যাল পিরিয়ড’ পেরিয়ে তামিম এখন অনেকটাই সুস্থ আছেন।

তবে তাকে আগামী কিছুদিন সতর্ক থাকতে হবে। এই মুহূর্তে মুভ করা তার জন্য খুব-ই রিস্কি, সে বিষয়টা নিয়ে তামিম ইকবালের সাথেও তাদের আলাপ হয়েছে।

কেপিজে স্পেশালাইজড হাসপাতালের মিডিয়া পরিচালক ড. রাজীব হাসান সংবাদ সম্মেলনে বলেন, ‘একটা ক্রিটিক্যাল পিরিয়ডে তিনি ছিলেন। পুরোপুরি না হলেও এই ক্রিটিক্যাল পিরিয়ড পেরিয়ে এসেছি আমরা।

উনি (তামিম) সুস্থ আছেন, খাওয়া দাওয়া করছেন। সবার সঙ্গে কথা বলছেন। আমরা খুব সুন্দরভাবে উনাকে ছেড়ে দিতে পারব। কখন ছেড়ে দেব এটা উনাদের পারিবারিক সিদ্ধান্ত।

হাসপাতালের পক্ষ থেকে আরো জানানো হয়, প্রাথমিকভাবে তামিম ইকবারের হার্টে যে পিসিআই হয়েছে (হার্টের ব্লক খোলার চিকিৎসা পদ্ধতি), তাতে কখনো কখনো একটু রিয়্যাকশন হতে পারে। যে রিংটা লাগানো হয়েছে তা সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে, ডাক্তারি ভাষায় যাকে থ্রম্বোসিস বলা হয়। যদিও পরিসংখ্যানে এটি হওয়ার সম্ভাবনা কম, তবে সেই আশঙ্কা বা ঝুঁকি রয়েছে।

ওই ঝুঁকি নিয়ে তামিম ইকবালের পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের কথা হয়েছে।

গতকাল সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে বুকে তীব্র ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল।

আরও খবর

Sponsered content