ঢাকা

তারেক রহমানের খালাসে আশুলিয়ায় আনন্দ মিছিল

  প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৪ , ৪:৫৩:৩৪ প্রিন্ট সংস্করণ

তারেক রহমানের খালাসে আশুলিয়ায় আনন্দ মিছিল

২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ায় আশুলিয়ায় আনন্দ মিছিল করেছেন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ঢাকা-১৯ আসনের বিএনপির সাবেক এমপি ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবুর নির্দেশনায় এই আনন্দ মিছিল করেন তারা।

মঙ্গলবার সকালে আশুলিয়ার সোনিয়া মার্কেট এলাকায় থেকে এই আনন্দ মিছিল শুরু হয়। মিছিলটি বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়ক   প্রদক্ষিণ করে বগাবাড়ি সিটি সেন্টারের সামনে গিয়ে সমাবেত’র মধ্যে দিয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। 

ধামসোনা ইউনিয়ন ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জসিম উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন আশুলিয়া থানা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক মোঃ মোকলেছুর রহমান।

এতে অংশগ্রহণ করেন আশুলিয়া থানা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মাহফুজা আক্তার পলি, ধামসোনা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ জালাল উদ্দীন ভূঁইয়া ও ধামসোনা ইউনিয়ন ৭নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সুলতান মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বিজয়ের মাসে প্রথম দিনে আরেকটি বিজয়ের খবর আমরা পেয়েছি। বিগত দিনগুলোতে বিএনপি ন্যায়বিচার পায়নি।মিথ্যাভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাজানো ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ বিএনপির অনেক নেতাকর্মীকে আসামি করা হয়েছিল। উচ্চ আদালত সেই মিথ্যা মামলায় তারেক রহমানসহ সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার তারেক রহমানকে জেলে পাঠাতে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। তারেক রহমান সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অবিলম্বে তারেক রহমানের নামে যত মিথ্যা মামলা আছে, সব প্রত্যাহার এবং তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করারও দাবী জানান তারা।

আরও খবর

Sponsered content