রাজশাহী

তাড়াশে অবৈধ পুকুর খনন ও জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

  প্রতিনিধি ৮ নভেম্বর ২০২০ , ৪:০৩:২৪ প্রিন্ট সংস্করণ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

তাড়াশে অবৈধ পুকুর খনন ও জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন, বিক্ষভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার উপজেলা কৃষক সমাজের ব্যানারে তাড়াশ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কৃষক সমাজের নেতা মীর শহিদুল ইসলাম, মনসুর রহমান, জাহিদুল ইসলাম বকুল, আব্দুল মালেক, আব্দুস সাত্তার, ওমর ফারুক প্রমূখ। তারা বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে যত্রতত্র পুকুর খননের ফলে একদিকে যেমন শেষ হচ্ছে আবাদি জমি অন্যদিকে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।

যার কারণে উপজেলা জুড়ে হাজার হাজার বিঘা আবাদি জমি এখনও বন্যার পানিতে তলিয়ে আছে। তারা অবৈধ পুকুর খনন ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

 

আরও খবর

Sponsered content