প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২১ , ৭:১৪:২৮ প্রিন্ট সংস্করণ
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় ডিজিটাল দিবস পালিত হয়েছে। রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি, পুরুস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও মো. মেজবাউল করিমের সভাপতিত্বে পরিষদ হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইসচেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. মোনোয়ার হোসেন, অতিরিক্তি কৃষি কর্মকর্তা মো. আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নুর মামুন, সমাজসেবা কর্মকর্তা একেএম মনিরুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান মো. বাবুল শেখ, তাড়াশ রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারী খন্দকার প্রমুখ।
শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়