প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২১ , ৯:০২:০৯ প্রিন্ট সংস্করণ
তাড়াশ ( সিরাজগঞ্জ ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে অফিস চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি মাসকলাই’র বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। ইউএনও মো. মেজবাউল করিমের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল মোমিন, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. গোলাম মোস্তফা প্রমুখ।