রাজশাহী

তাড়াশে মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান

  প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২০ , ৪:৪০:০৫ প্রিন্ট সংস্করণ

তাড়াশ ( সিরাজগঞ্জ ) প্রতিনিধি :

তাড়াশে মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজের ঐচ্ছিক তহবিল হতে উপজেলার ১শ ২৫ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর প্রত্যেককে ২ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।

রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ অডিটরিয়ামে ইউএনও মো. মেজবাউল করিমের সভাপতিত্বে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, উপজেলা আ’লীগের সভাপতি মো.আব্দুল হক, সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিত কর্মকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল লতিফ, মো. মাহমুদুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. মোক্তার হোসেন, আতিকুল ইসলাম বুলবুল প্রমুখ।

আরও খবর

Sponsered content