দেশজুড়ে

তিন দিনের ব্যবধানে করোনায় রাউজানে দুই ভাইয়ের মৃত্যু: লাশ দাফন করলো ‘আশার আলো’

  প্রতিনিধি ২৩ জুন ২০২০ , ১০:১৮:৫৩ প্রিন্ট সংস্করণ

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : মাত্র তিনদিনের ব্যবধানে করোনায় আক্রান্ত হয়ে দুই ভাইয়ের মৃত্যুর পর লাশ দাফন করলো রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে গঠিত বিশেষ স্বেচ্ছাসেবী টিম “আশার আলো”।

রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি, স্বেচ্ছাসেবী টিমের প্রধান সমন্বয়ক জমির উদ্দিন পারভেজের নেতৃত্বে স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা তিন দিনের ব্যবধানে মারা যাওয়া উপজেলার গহিরার দলইনগর গ্রামের বাসিন্ধা, চট্টগ্রামের ঐতিহ্যবাহী হোটেল জামান এর সত্বাধিকারী নুরুজ্জামান এবং উনার বড় ভাই মালেকুজ্জান এর মরদেহের দাফন-কাফনে অংশ নেন।

গত তিনদিন পূর্বে করোনা আক্রান্ত হোটেল ব্যবসায়ী নুরুজ্জামানের মৃত্যুর খবর পেয়ে তার গ্রামের বাড়ি ছুটে যান স্বেচ্ছাসেবী টিম “আশার আলো”। তিনদিনের ব্যবধানে নুরুজ্জামানের বড় ভাই মালেকুজ্জামানও মৃত্যুর কোলে ঢলে পড়লে সংবাদ পেয়ে লাশ দাফনে এগিয়ে আসেন জমির উদ্দিন পারভেজের নেতৃত্বে স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা।
২৩ জুন বিকেল পাঁচটার দিকে গহিরার দলই গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি, স্বেচ্ছাসেবী টিমের প্রধান সমন্বয়ক জমির উদ্দিন পারভেজ ভোরের দর্পণকে বলেন, করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী ও উনার সুযোগ্য পুত্র ফারাজ করিমের মানবিক উদ্যোগ দেশব্যাপী আলোচিত হয়েছে। তারই ধারাবাহিকতায় করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের লাশের দাফন কিংবা সৎকার কাজের ব্যাপারে সাংসদপুত্রের উদ্যোগে গঠিত বিশেষ স্বেচ্ছাসেবী টিম “আশার আলো” ২৩ জুন পর্যন্ত রাউজানে আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৫ তম লাশ দাফন কাজ সম্পন্ন করেছে। আগামীতেও এই মানবিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

মানবিক কাজে অংশগ্রহণ করেন রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ ,পৌর যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু সালেক, উপজেলা যুবলীগের সহ সম্পাদক সাবের হোসেন , রাউজান উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ
জামাল নকিব, পৌর যুবলীগ নেতা হুমায়ন কবির কাঞ্চন, জয়নাল আবেদীন, ছাত্রনেতা বেলাল হোসেনসিফাত, আরমান, শান্ত, জুয়েল, অপু, শফি, আরিয়ান, ইউসুফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content