প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২০ , ৭:১৫:০৭ প্রিন্ট সংস্করণ
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ- জামালপুর জেলার ইসলামপুর উপজেলা শাখার কমিটি অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইসলামপুর জে.জে.কে.এম. গার্লস হাইস্কুল এন্ড কলেজে আয়োজিত সভায় বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বৃহত্তর ময়মনসিংহ বিভাগের সমন্বয়কারী এস.এম.এ হান্নান দেওয়ানী, বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি জাফর আলী এবং বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ-এর যৌথ স্বাক্ষরে এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩৩ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে ইসলামপুর জে.জে.কে.এম. গার্লস হাইস্কুল এন্ড কলেজের মো. তারেক হোসেনকে সভাপতি এবং হাড়িয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের মো. জাহিদুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত করা হয়। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন চর দিঘাইল দাখিল মাদ্রাসার মো. উসমান গনি এবং কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন বোয়ালমারী এফ.এইচ. দাখিল মাদ্রাসার মো. আবদুল্লাহ সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম। উক্ত সভায় সভাপতিত্ব করেন চর দিঘাইল দাখিল মাদ্রাসার মো. উসমান গনি।