দেশজুড়ে

তেঁতুলিয়ায় জাতীয় পার্টির মতবিনিময় সভা

  প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২০ , ৪:৪৭:৩৫ প্রিন্ট সংস্করণ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির জনসমুদ্র কাজে লাগাতে হবে, বললেন জাতীয় পার্টির রংপুর বিভাগের অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (এমপি)। বৃহস্পতিবার বেলা ১১টায় তেঁতুলিয়া উপজেলার ডাকবাংলোর বেরং কমপ্লেক্সে দুদিনের সফরে এসে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোখলেসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাতীয় পার্টির চেয়ারম্যান উপদেষ্টা এডভোকেট নুরল ইসলাম তালুকদার (এমপি), কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল (এমপি), জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন, জেলা জাতীয় পার্টির সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক আবু সালেক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এড. হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ ও দপ্তর সম্পাদক আব্দুর রহমান।

আরও খবর

Sponsered content