প্রতিনিধি ১০ অক্টোবর ২০২০ , ৪:৫০:১৩ প্রিন্ট সংস্করণ
মুজিববর্ষ উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়ার সদর ইউনিয়নের তিনটি মাধ্যমিক স্কুলের ৪০জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও বৃক্ষরোপনের লক্ষে চারা গাছ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব মেনে কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, আজিজনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও রনচন্ডী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব বাইসাইকেল ও চারাগাছ বিতরণ করা হয়।
একই সাথে বঙ্গবন্ধুকে জানো ও মেধাবিকাশের মাধ্যমে আরো ১০ শিক্ষার্থীকে বাইসাইকেল বিতরণ করা হয়। বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মাসুদুল হক। এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী আনিসুর রহমান, ইউপি সদস্য জামাল উদ্দিন বাবু, শাহজাহান আলী, আজগর আলী প্রমুখ।