প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২০ , ৪:২৩:০৪ প্রিন্ট সংস্করণ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
মহামারী করোনাকালের মধ্যেই দীর্ঘদিন পর তেঁতুলিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাতটায় উপজেলার চৌরাস্তা বাজারে প্রেসক্লাবের সভাপতি সোহরাব আলীর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় আগামী ২০২১ সালের মার্চে নির্বাচন, সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করা, সারাদেশে সাংবাদিক হত্যা-নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদসহ বিবিধ ইস্যুর উপর গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
এতে অংশ নেন সিনিয়র সাংবাদিক আবু তাহের আনসারী, জাবেদুর রহমান জাবেদ, এস কে দোয়েল। এছাড়াও মুক্ত আলোচনায় মতামত প্রকাশ করেন আব্দুর রহমান, আব্দুল বারেক, দেলোয়ার হোসেন নয়ন, আহসান হাবিব, জুলহাস উদ্দিন, আতিক, আল-আমিনসহ অনেকে।