আন্তর্জাতিক

থাইল্যান্ডে স্কুলবাসে বিস্ফোরণ, নিহত ২৫

  প্রতিনিধি ১ অক্টোবর ২০২৪ , ৪:১০:৪৮ প্রিন্ট সংস্করণ

থাইল্যান্ডে স্কুলবাসে বিস্ফোরণ, নিহত ২৫

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বাইরে একটি স্কুলবাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জন নিহতের খবর পাওয়া গেছে। 

বাসটিতে ৪৪ জন শিক্ষার্থী ও শিক্ষক ছিলেন। বাসটির একটি টায়ায় বিস্ফোরণের পর দুর্ঘটনাটি ঘটে বলে যানা গেছে। বিস্ফোরণের পরপরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে ধাক্কা খেলে এর গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্স ও দ্য গার্ডিয়ানের।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েটংতার্ন সিনাওয়াত্রা দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, আমি এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে জেনেছি, যেখানে উথাই থানি প্রদেশের শিক্ষার্থীরা ছিল এবং এতে হতাহতের ঘটনা ঘটেছে। একজন মা হিসেবে, আমি আহত ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

থাইল্যান্ডের পরিবহন মন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিত জানান, এখন পর্যন্ত ২৫ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, বাসটিতে ৩৮ জন শিক্ষার্থী এবং ৬ জন শিক্ষক ছিলেন। 

এখন পর্যন্ত ৩ জন শিক্ষক ও ১৬ জন শিক্ষার্থী নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। বাকি যারা নিখোঁজ, তাদের বিষয়ে এখনো নিশ্চিতকরে কিছু বলা যাচ্ছে না।

বাসটি উথাই থানি প্রদেশ থেকে শিক্ষার্থীদের নিয়ে একটি শিক্ষা সফরে যাচ্ছিল। যাত্রাপথে উত্তর ব্যাংককের একটি মহাসড়কে বাসটির টায়ার বিস্ফোরণ ঘটে এবং সেটি সড়কের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। 

উদ্ধারকর্মীরা জানান, বাসটি সিএনজি গ্যাস চালিত চলছিল, যার ফলে দুর্ঘটনায় এর জ্বালানি ট্যাঙ্কে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

দুর্ঘটনার স্থান থেকে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, আগুনে বাসটি সম্পূর্ণভাবে জ্বলছিল এবং বিশাল কালো ধোঁয়ার মেঘ আকাশে ছড়িয়ে পড়ছিল। উদ্ধারকর্মীরা জানান, আগুন নেভানো হলেও বাসটি সম্পূর্ণ ঠান্ডা না হওয়া পর্যন্ত ভেতরে লাশ খুঁজে পাওয়া সম্ভব হবে না।

আরও খবর

Sponsered content