প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২০ , ১:১৮:১৪ প্রিন্ট সংস্করণ
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবরে বলা হয়, শুক্রবার রাতে নিউ আলিপুরে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠক করেন জিতেন্দ্র তিওয়ারি। সেখানে তিনি বলেন, ‘একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা মিটে গিয়েছে। আমার আচরণে দিদি দুঃখ পেয়েছেন। দিদিকে দুঃখ দিয়ে বাঁচতে পারব না।’
দলে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘দলেই আছি; দল ছাড়ছি না। ইস্তফা গ্রহণ না করতে অনুরোধ করব। দিদির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব।’
ওই বৈঠকের পর অরূপ বলেন, ‘জিতেন্দ্র তৃণমূল কংগ্রেসে ছিলেন; তৃণমূলেই আছেন। মমতার সৈনিক হিসেবে তিনি দীর্ঘদিন লড়াই করছেন, সামনেও করবেন।’
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করার প্রসঙ্গ তোলা হয় ওই প্রতিবেদনে। সেখানে জিতেন্দ্র জানান, ‘আমি এত বড় নেতা নই যে, দিদির সঙ্গে কথা বলব। দলের হয়েই কাজ করব। ভুল বোঝাবুঝি ছিল, আমারই দোষ।’
এদিকে, ফিরহাদ হাকিমকে নিয়ে ক্ষোভের প্রশ্নে জিতেন্দ্র বলেন, ‘তিনি সিনিয়র নেতা।’
এর আগে, রাজ্যের কারণে স্মার্ট সিটি প্রকল্পে কেন্দ্রের টাকা আসেনি- এই মর্মে মন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। তারপর ফিরহাদের সঙ্গে তার বাকযুদ্ধ শুরু হয়। বৃহস্পতিবার দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেন জিতেন্দ্র। তবে তাকে দলে নেওয়া নিয়ে আপত্তির কথা জানান বাবুল সুপ্রিয়।