প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৫ , ৭:৩৯:২৯ প্রিন্ট সংস্করণ
দশ ট্রাক অস্ত্র মামলায় উচ্চ আদালত থেকে খালাস পেয়ে ১৫ বছর পর কারামুক্ত হয়েছেন রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হক।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল তিনটার পর এনামুল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার ইব্রাহিম রাজু বিষয়টি নিশ্চিত করেছেন। দশ ট্রাক অস্ত্র মামলার আসামি হিসেবে গ্রেফতারের পর ২০০৯ সালের ১২ মার্চ থেকে কারাগারে ছিলেন কে এম এনামুল হক।
২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের কর্ণফুলী নদীর সিইউএফএল ঘাট থেকে দশ ট্রাক অস্ত্রের একটি চালান আটক হয়েছিল। এ ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র আইনে এবং চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা হয়েছিল।
২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত দুটি মামলার রায় ঘোষণা করেন। এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী (অন্য মামলায় ফাঁসি কার্যকর), সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতীয় সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থা ও সার কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৪ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। অস্ত্র আইনের মামলায় তাদের সবাইকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছিলেন আদালত। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিরা উচ্চ আদালতে আপিল করেন।
গত বছরের ১৮ ডিসেম্বর চোরাচালান মামলায় মৃত্যুদন্ড পাওয়া আসামিদের মধ্যে বাবর ও কে এম এনামুল হকসহ ছয়জন হাইকোর্টের আদেশে খালাস পান। অস্ত্র আইনে করা মামলায় গত ১৪ জানুয়ারি যাবজ্জীবন কারাদন্ড থেকে বাবর-এনামুলসহ ছয়জন খালাস পান।