বাংলাদেশ

দাবি মেনে না নেয়া পর্যন্ত ধর্মঘট চালানোর ঘোষণা

  প্রতিনিধি ৬ নভেম্বর ২০২১ , ৬:০৭:৪০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারসহ যাবতীয় দাবি মেনে না নেওয়া পর্যন্ত ধর্মঘট কর্মসূচি চালানোর ঘোষণা দিয়েছেন ট্রাক মালিক-শ্রমিক নেতারা।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের সরকারি বাসভবনে গিয়ে নিজেদের দাবি দাওয়ার কথা জানিয়েছেন তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। তবে ট্রাক মালিক-শ্রমিক নেতারা তাদের দাবি-দাওয়ার কথা জানিয়ে গেছেন। বিষয়টির সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই। তবুও যথাযথ কর্তৃপক্ষের কাছে বিষয়গুলো জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, গত বুধবার রাতে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয়। ভোক্তা পর্যায়ে লিটার প্রতি দাম ১৫ টাকা বাড়িয়ে ৬৫ টাকা থেকে ৮০ টাকা করা হয়। এরপরই ধর্মঘটের ডাক দেয় ট্রাক মালিক-শ্রমিক নেতারা।

এর আগে ২০১৬ সালের ২৪ এপ্রিল জ্বালানি তেলের দাম কমিয়ে সমন্বয় করা হয়েছিল।

আরও খবর

Sponsered content