দেশজুড়ে

দিঘলিয়া প্রেসক্লাবে সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী অনুদানের চেক হস্তান্তর

  প্রতিনিধি ১০ আগস্ট ২০২২ , ৮:৫৮:০৩ প্রিন্ট সংস্করণ

দিঘলিয়া (খুলনা)প্রতিনিধি :

দিঘলিয়া প্রেসক্লাবের উদ্যেগে দিঘলিয়া প্রেসক্লাবের এর প্রধান উপদেষ্টা খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশেদী প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়ন এর জন্য অনুদানের চেক এমপির পক্ষে থানা আওয়ামীলীগের সভাপতি ও প্রেসক্লাবের উপদেষ্টা খান নজরুল ইসলাম প্রেসক্লাবের সভাপতিসহ সকল নেতৃবৃন্দের হাতে তুলে দেন।

দিঘলিয়া প্রেসক্লাবের উন্নয়ন নিয়ে উপদেষ্টা খান নজরুল ইসলাম মুঠোফোনে এম,পি আব্দুস সালাম মূর্শেদীর সাথে আলাপ করেন । পরবর্তিতে উপদেষ্টা জানান, দিঘলিয়া প্রেসক্লাবের জমি নিয়ে যে সমস্যা আছে বা যারা জমি অবৈধভাবে দখল করে আছে অতি দ্রুতই সমস্যা সমাধান হবে। এ সময় খান নজরুল ইসলাম বলেন আব্দুস সালাম মূশেদী উন্নয়ন এ বিশ্বাসী একজন মানুষ। তিনি সবসময়ই দিঘলিয়া প্রেসক্লাবের উন্নয়ন সাথে থাকবেন। সাংবাদিক নেতৃবৃন্দের পক্ষ থেকে আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পরবর্তীতে প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান তারেক এর সভাপতিত্বে এবং সাঃ সম্পাদক আলহাজ্ব মল্লিক মোকসেদুর রহমান খোকন এর পরিচালনায় এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন দিঘলিয়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সংসদ সদস্য আব্দুস সালাম মূশেদী এ সময় তিনি সাংবাদিকদের সাথে মত বিনিময় এবং প্রেসক্লাবের উন্নয়ন মূলক কাজের খোঁজ খবর নেন। সভায় আরও বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ও প্রেসক্লাব এর উপদেষ্টা মন্ডলির সদস্য খান নজরুল ইসলাম।

উক্ত চেক হস্তান্তর ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি এম, ফরহাদ কাদির, নির্বাহী সদস্য এম রফিকুল ইসলাম, সহ সম্পাদক মোঃ আশরাফ হোসেন,দপ্তর সম্পাদক কে,এম আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ মোঃ ওয়াসিক উল্লাহ রাজিব, প্রচার সম্পাদক কিশোর কুমার দে, ক্রীড়া সম্পাদক সালাউদ্দিন বাবু, সদস্য এস.এম. শামীম-২, মনিরুল ইসলাম (ভোরের দর্পন), রানা মোল্লা সহ দিঘলিয়া প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

আরও খবর

Sponsered content