রংপুর

দিনাজপুরের ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলামকে প্রত‌্যাহার

  প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২০ , ১২:৩২:৩৮ প্রিন্ট সংস্করণ

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় দিনাজপুরের ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলামকে প্রত‌্যাহার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে তাকে প্রত‌্যাহার করা হয়। দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন এ তথ‌্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ওসি আমিরুল ইসলাম বলেন, ‘প্রত‌্যাহার করা হলে আমাকে চলে যেতে হবে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আমি কিছু জানি না।’

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর রাতে ঘোড়াঘাট উপজেলার সরকারি বাংলোতে হামলার শিকার হন ওয়াহিদা খানম ও তার বাবা।
পরদিন ৩ সেপ্টেম্বর ওয়াহিদা খানমের বড় ভাই শেখ ফরিদ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় হত‌্যা চেষ্টার মামলা করেন। মামলায় যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেনসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও খবর

Sponsered content