প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২০ , ৭:০২:৩২ প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সহযোগিতায় করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্রদের মাঝে মঙ্গলবার রাতে দিনাজপুর সদর উপজেলার ৪ নং শেখপুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী ঘরে পৌঁছে দেন দিনাজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব। এ সময় তিনি বলেন, মানুষ মানুষের জন্য। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মানুষের কথা চিন্তা করছে। খাদ্য সংকট দেশে নাই। পর্যাপ্ত পরিমান খাদ্য মজুদ আছে। দেশের এই সংকটময় মুহুর্তে ঘরবন্দি মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।