প্রতিনিধি ১ জুলাই ২০২০ , ৭:৩৯:০১ প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির অনুরোধে স্বাস্থ্য অধিদপ্তর দিনাজপুরে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করনে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুরে ৫টি হাই ফ্লো নেজাল ক্যানুলা (অক্সিজেন ডেলিভারি সিস্টেম) ও ৩ টি ভিডিও ল্যারিং গোস্কপি মেশিন, ১০টি মনিটর মঙ্গলবার প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডা. শিবেস সরকার, হাসপাতালের পরিচালক ডা. নির্মল চন্দ্র দাস, কলেজের উপাধ্যক্ষ ডা. নাদির হোসেন, সহযোগি অধ্যাপক ডা. নুরুজ্জামানসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।